পানির মূল্যে দুধ!

সংবাদদাতা ।।
দুধের পুষ্টিগুণের কথা কে না জানে। যা সৃষ্টিকর্তার অপার এক নিয়ামত। কৃষকের পালিত গাভীর দুধ এখন বাজারে পানির চেয়েও কম মূল্যে পাওয়া যায়।
ইদানিং নিকলীর বিভিন্ন বাজারে বিশেষ করে দামপাড়া ইউনিয়নের বড়কান্দা নতুন বাজারে ১ লিটার দুধের বাজারমূল্য ২৫ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত। অথচ বোতলজাত ১ লিটার ওজনের একটি পানির বোতল কিনতে ২৫ টাকা লাগে। এভাবে দুধের বাজার চলতে থাকলে ভাটির গৃহস্থের কাছ থেকে এখন যা দুধ বাজারে পাওয়া যায় এবং শহরাঞ্চলে পাঠানো যায় কিছুদিন পর হয়তো তা আর সম্ভব হবে না। কারণ একটি গাভীর খাবার এবং ওষুধপত্র ছাড়াও এর পেছনে যে পরিমাণ খরচ হয় তা একজন কৃষক গাভীর দুধ বিক্রি, গোবর থেকে লাকড়ী এবং এর বাচ্চা থেকে আশা করে। দুধের দাম কম হওয়ায় এখন গাভী মালিকরা বেশ চিন্তিত।
‘‘অহন দুদের দাম কম, দুদ বেইচ্চা লাব অইতনা, কোন রহম গাইয়ের কাওনডা জোগাড় করন যাইব’’, জানালেন দুধ বিক্রেতা মইছ উদ্দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!