নিকলীতে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং ডে


খাইরুল মোমেন স্বপন ।।

শনিবার ২৮ অক্টোবর সকাল ১০টায় নিকলী থানা কমপ্লেক্স প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

নিকলী থানার পিএসআই মনির-এর সঞ্চালনায় ও পুলিশ কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিন আহম্মেদ, বর্তমান সভাপতি মো. ইসহাক ভূইয়া প্রমুখ।

আলোচনা সভার আগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকারী র‌্যালিতে পুলিশ ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!