ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি পেল ৭ মার্চের ভাষণ


আমাদের নিকলী ডেস্ক ।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার আফসানা আইয়ুব চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

আফসানা আইয়ুব জানান : প্রতিবছর অডিও ও ভিজ্যুয়াল রেকর্ডের জন্য ইউনেস্কোর পক্ষ থেকে বৈশ্বিক তালিকা করা হয়। মূলত, মানবসভ্যতার সম্পদগুলো ধরে রাখতে প্রতিবছর আন্তর্জাতিকভাবে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে চলতি বছর ৭৮টি দেশের ঐতিহ্য স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৭ মার্চের ভাষণ অন্যতম।

ঐতিহাসিক ৭ মার্চে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি বিশ্বের ইতিহাসের একটি অনন্য সাধারণ ভাষণ। এই ভাষণের বহুমাত্রিক বিশেষত্ব রয়েছে। মাত্র ১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন।

তিনি তাঁর ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান।

সূত্র : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’  [চ্যানেল আই, ৩১ অক্টোবর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!