শিক্ষকতার সিকি-শতাব্দী পেরিয়ে


মোকাররম হোসেন শোকরানা ।।

১ নভেম্বর ১৯৯২। কার্তিকের শিশির ভেজা সকালে চক, ডাস্টার, শিক্ষার্থী হাজিরা খাতাসহ নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে শ্রেণি শিক্ষক হিসেবে এক মহান ব্রত নিয়ে শিক্ষকতার যাত্রা শুরু। শিক্ষক পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে যৌবনের পুরো সময় দাপিয়ে শিক্ষকতা করতে গিয়ে বি এড প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে ঋদ্ধ করি।

দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতেও প্রশিক্ষণ গ্রহণের সৌভাগ্য হয়। লব্ধ শিক্ষা কৌশল শিক্ষার্থীদের ছড়িয়ে দিয়েছি। ২০০৬ সালের ১৯ জানুয়ারি এক মাহেন্দ্র ক্ষণে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরবে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি এবং ২০১১ সালের ১ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হই।

সর্বশেষ ২০১২ সালের মে মাস থেকে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতার ২৫ বছর পূর্ণ করি। ততদিনে অনেক শিক্ষার্থীরই আইডল হয়েছি। চেষ্টা করেছি তাদেরকে মানুষের মত মানুষ করার। প্রশাসক, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকতায় নিয়োজিত।

২০১৭ সালের ১ নভেম্বরে দাঁড়িয়ে বলতে পারি, সাফল্য অনেক। পাশাপাশি আরো অনেক শিক্ষার্থীর মানুষ হওয়ার চেষ্টাকে সাফল্যের দিকে নিয়ে যেতে সহযোগিতা দিতে চাই। শিক্ষকতার ২৫ বছরের এই পথ চলাতে আরো সাফল্যের যেন দেখা পাই সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা প্রেরণা কামনা করি।

লেখক : প্রধান শিক্ষক, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ।

Similar Posts

error: Content is protected !!