এইচ এম লোকমান, করগাঁও (কটিয়াদী) প্রতিনিধি ।।
শুষ্ক মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশেষ করে পাঁচলীপাড়া গ্রামে দিন দিন চুরির প্রাদুর্ভাব বাড়ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় এলাকায় মাদকের ব্যবসার প্রসারের সাথে সাথে চোরের প্রাদুর্ভাব বেড়ে গেছে।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে করগাঁওয়ে অবস্থিত “ক্যাম্পাস মডেল একাডেমী”র সহকারী শিক্ষক হাবিবুর রহমান (বাচ্চু) মিয়ার বাড়িতে চুরি সংঘটিত হয়। ঘটনাস্থলে গেলে উক্ত প্রতিবেদককে হাবিবুর রহমান (বাচ্চু) জানান, বাড়ি থেকে একটি Oppo ব্রান্ডের মোবাইল সেট, মাটির ব্যাংক, নগদ অর্থ সহ আনুষঙ্গিক জিনিসপত্র অজ্ঞাতনামা চোরেরা নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এলাকাবাসীর দাবি “এলাকায় এমন ধরনের আর যেন কোন চুরির ঘটনা না ঘটে। সে জন্য ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে অনেকেই এ দাবি জানান।