কটিয়াদীতে ইয়াসির আরাফাত পলাশ হত্যার প্রতিবাদে মানববন্ধন


কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কটিয়াদীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ইয়াসির আরাফাত পলাশ হত্যার প্রতিবাদে এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (০৬ নভেম্বর) দুপুর ১টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে কটিয়াদী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশানের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পলাশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি বদরুল হায়দার, সাধারণ সম্পাদক নাজমুল হক অপু, সিএইসচসিপি সাদেকুল ইসলাম, মোঃ সমীরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২ নভেম্বর বৃহস্পতিবার যশোর জেলার চৌগাছা উপজেলার যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত অবস্থায় দুর্বৃত্তরা নৃশংসভাবে ইয়াসির আরাফাত পলাশকে কুপিয়ে হত্যা করে।

Similar Posts

error: Content is protected !!