সংবাদদাতা ।।
ডাকাতি মামলার ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে নিকলী থানা পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ-৫ নিকলী বাজিতপুর নির্বাচনী এলাকার বিএনপির সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর জানাযার নামাজ শেষে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় নিকলী থানার এসআই আবুল কাশেম, এসআই জিয়াউর রহমান সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জারইতলা ইউনিয়নের কড়–য়াপাড়া মোড়ে সিএনজি থেকে তাকে গ্রেফতার করে।
১৯৯৯ সালের আগস্ট মাসে সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের পাশ্বে ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকাযোগে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের সদস্য মোস্তফা পুলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে নিকলী থানায় একটি মামলা রুজু করা হয়। ডাকাতি মামলায় ২০০০ সালে বিজ্ঞ আদালত মোস্তফাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। মোস্তফা আদালতে আত্মসমর্পণ না করে দীর্ঘ ১৪ বছর যাবত ফেরারি জীবন যাপন করছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতারকৃত মস্তুফা নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দণি দামপাড়া গ্রামের চান্দালীর ছেলে। নিকলী থানা পুলিশ গ্রেফতারকৃত মস্তুফাকে বুধবার জেলহাজতে প্রেরণ করেন।