কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাজার সংলগ্ন ঘিলাকান্দি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় রিকশার সাথে একটি মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মোঃ মেরাজ উদ্দিন (৫৫) নিহত হন।
রিকশার যাত্রী ঘিলাকান্দি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়া আক্তার ও রেজোয়ানা আক্তার গুরুতর আহত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের ভাগলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।
নিহত মোঃ মেরাজ উদ্দিন জামষাইট মধ্যপাড়া গ্রামের মৃত দিলু মিয়ার ছেলে।