আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা মো. আবু তাহেরকে (৫৫) এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার এ অর্থদণ্ড দেন।
আবু তাহের উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
উপজেলার সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, বিকেলে আবু তাহের তার মেয়ে তানজিলা আক্তারের বিয়ের আয়োজন করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের জন্ম সনদ দেখাতে বললে আবু তাহের তা দেখাতে ব্যর্থ হন। এছাড়া মেয়েকে অপ্রাপ্তবয়স্ক বলে মনে হয়।
এসময় আবু তাহের তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
সূত্র : হোসেনপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে জরিমানা [বাংলানিউজ, ১৪ নভেম্বর ২০১৭]