বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের মিঠামইনের ঢাকি ইউনিয়নের চারিগ্রামে গোষ্ঠী জেরে আপন তিন ভাইসহ পাঁচ খুনের মামলায় একপক্ষ ১২৮ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার ১৫ নভেম্বর ঘটনার এক সপ্তাহ পর নিহত তিন সহোদরের ভাতিজা রিফাকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা (নম্বর-৫) করেন। মামলাতে টাগুরিয়া গ্রামের সোলায়মান ভূঁইয়াকে প্রধান আসামি করা হয়।
অন্যদিকে প্রতিপক্ষের নিহত অন্য দুই জনের পক্ষ থেকে বুধবার বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ মামলা নিয়ে থানায় যায়নি বলে জানা গেছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, তিন সহোদর নিহতের ঘটনায় রিফাকুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলা (নং-৫) করেছেন। মামলায় ১২৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া প্রতিপক্ষে নিহতের ঘটনায়ও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
গোষ্ঠীগত দ্বন্দ্ব ও একটি খালে বাঁধ দেয়াকে কেন্দ্র করে এলাকার খাসঠিংগা গ্রামের পল্লব ও মাসুম গ্রুপের সাথে চারিগ্রাম এলাকার টাগুরিয়া গ্রামের সোলায়মান ভূঁইয়া ও মারুফ খানের গ্রুপের বিরোধ ছিল। এর জের ধরে গত ৯ নভেম্বর পল্লব গ্রুপের আপন তিন ভাই ফরদিস (৫০), মাখন মিয়া (৪০) ও মাসুম মিয়াকে ঘেরাও করে এক সাথে হত্যা করে সোলায়মান গ্রুপের লোকজন। নিহতরা খাসঠিংগা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। পরে দুপক্ষের সংঘর্ষে সোলায়মান গ্রুপের সুজন মিয়ার ছেলে রাজিব মিয়া(২৫) ও ঢাকী গ্রামের মৃত আইয়ুব রেজার ছেলে মকবুল মিয়া (২৭) নিহত হয়। এ সংঘর্ষে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়।
এদিকে ঘটনার পর পুরো এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পুরো এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।