নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: আশরাফ উদ্দিন গত রাতে (১৫ নভেম্বর দিবাগত রাত) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
বুধবার ১৫ নভেম্বর রাত ১১টার দিকে বাসায় ফিরলে হঠাৎ আশরাফ উদ্দিন তার বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে আত্মীয়-স্বজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে মারা যান। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ছেলে রেখে গেছেন।
আশরাফ উদ্দিন নিকলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি নিকলী সদর ইউনিয়নের বানিয়াহাটিতে।
মো: আশরাফ উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোঃ বদরুল মোমেন মিঠু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছেলের চিকিৎসায় দেশের বাইরে থাকায় সভাপতির মাধ্যমে শোক জানিয়েছেন। আরো শোক জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ শফিকুল আলম রাজন।
শোকবার্তায় তারা মরহুম আশরাফ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন। সেই সাথে তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।