বিশেষ প্রতিনিধি ।।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর দ্বি-বার্ষিক সভায় বিশ্ব ঐতিহ্যর দলিল হিসাবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করায় নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ১৮ নভেম্বর সকালে আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ও সুশীল সমাজের অংশগ্রহণে শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা কমান্ড সদস্যদের বাদ্যযন্ত্র ও জাতীয় পতাকা হাতে শ্লোগানে শ্লোগানে নিকলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে উঠে।