আমাদের নিকলী ডেস্ক ।।
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সময় জার্মানির ম্যাচগুলির ফলাফলের পূর্ববাণী করে শিরোনামে চলে এসেছিল অক্টোপাস পাউল। তার দেখাদেখি অন্যান্য কিছু প্রাণীও জ্যোতিষবিদ্যায় হাত পাকিয়েছে।
কোয়ালা ওবি-ওবি
জার্মানির লাইপসিশ শহরের চিড়িয়াখানায় থাকে অস্ট্রেলিয়ার এই কোয়ালা ভালুক। নাম ওবি-ওবি। ২০১৬ সালে ফ্রান্সে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার সময় এর ক্ষমতার দৌড় যাচাই করা হবে। ১২ই জুন জার্মানি-ইউক্রেন ম্যাচের ফলাফলের সঠিক পূর্বাভাস দিলেই তার ‘অলৌকিক’ ক্ষমতার পরিচয় পাওয়া যাবে।
অক্টোপাস পাউল
২০১০ সালের বিশ্বকাপের সময়ে জার্মানির প্রতিটি ম্যাচের ফলাফল আগেভাগে জানিয়ে দিয়ে জার্মানির ওবারহাউসেন শহরের অক্টোপাস পাউল গোটা বিশ্বে পরিচিত হয়ে পড়েছিল। প্রতিবার সে জয়ী দলের দিকে হাত বাড়িয়ে দিয়েছে।
হাতির নাম নেলি
জার্মানির উত্তরে ‘সেরেংগেটি পার্ক’ নামের চিড়িয়াখানায় পাওয়া যাবে এই হস্তিনীকে। ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের জয়ের পূর্বাভাষ দিয়েছিল নেলি। ২০১৪ বিশ্বকাপের সময়েও তার এই ক্ষমতা কাজে লাগানো হয়। যে দলের গোলপোস্টে সে বল মারে, সেই দল সাধারণত হেরে যায়।
ভোঁদড়ের নাম ফেরেট
২০১২ সালের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে ইটালির বিপক্ষে জার্মানির জয়ের খবর আগাম জানিয়ে রেখেছিল ফেরেট। তবে বাস্তবে জার্মানি হেরে যায়।
কচ্ছপ মোমারিও
জার্মানির এআরডি টেলিভিশন নেটওয়ার্কের মর্নিং শো-তে সরকারি জ্যোতিষী হিসেবে কাজ করেছে মোমারিও। ২০১৪ সালের বিশ্বকাপে পর্তুগাল-জার্মানি ম্যাচের আগে সে জার্মানির জয়ের পূর্বাভাষ দেয়। ৪-০ গোলে জার্মানির জয় হয়।
পেংগুয়িন রোনাল্ড
জার্মানি-পর্তুগাল ম্যাচের আগে রোনাল্ডসহ কয়েকটি পেংগুইনকে দুই দেশের পতাকার রংয়ের বল দেওয়া হয়েছিল। একমাত্র রোনাল্ডই জার্মানির বল পর্তুগালের বলের দিকে ঠেলে জার্মানির জয়ের ইঙ্গিত দেয়।
আর্মাডিলো টাকা
২০১৪ সালের বিশ্বকাপে আর্মাডিলো ছিল সরকারি ম্যাসকট। সেদ্ধ করা মুরগির চামড়া খেয়ে টাকা জয়ীদের বেছে নিয়েছে। এই ছবিতে এয়ারফুর্ট শহরের চিড়িয়াখানায় তাকে জার্মানি ও ঘানার মধ্যে ম্যাচের পূর্বাভাস দিতে দেখা যাচ্ছে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
অপোসাম হাইডি
লাইপসিশ চিড়িয়াখানার বাসিন্দা হাইডি ফুটবল নয়, চলচ্চিত্রে আগ্রহ রাখে। ২০১১ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সময় সে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। অ্যামেরিকার ‘জিমি কিমেল লাইভ’ টেলিভিশন অনুষ্ঠানে সে ৩টি বিভাগে জয়ীদের নাম আগাম বলে দিয়েছিল।
সূত্র : ফুটবল ম্যাচের আগাম ফল বলে দেয় যে সব প্রাণী [ডয়চে ভেলে, ২৭ মে ২০১৬]