আমাদের নিকলী ডেস্ক ।।
দেশে কারিগরি শিক্ষার প্রসারের লক্ষে আগামী ২০১৯ সালের মধ্যে ১শ’টি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ খবর জানায়।
কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর বাসসকে বলেন, দেশজুড়ে সরকারের আরো ৩৮৯টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপন পরিকল্পনার অংশ হিসেবেই এই ১শ’টি প্রতিষ্ঠান স্থাপিত হবে। বাসস
তিনি জানান, বর্তমানে দেশে কারিগরি শিক্ষার্থীর সংখ্যা গত ২০০৯ সালে ১ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ১৪ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করছি, এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে আগামী ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত হবে। সরকার ২৩টি জেলায় ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্যই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে। বর্তমানে আটটি বিভাগীয় শহরে পৃথকভাবে ছাত্রীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।