বিনা টিকিটে ট্রেন ভ্রমণে ৯৪৪ যাত্রীকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৯৪৪ জন যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় দণ্ডিত ৯৪৪ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা বাবদ ১ লাখ ৭২ হাজার টাকা আদায় করা হয়। এর মধ্যে ১৪টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীরা রয়েছেন।

রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনা টিকিটে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার অমৃত লাল দাস।

সূত্র : বিনা টিকিটে ট্রেনযাত্রা, ৯৪৪ যাত্রীকে জরিমানা  [কিশোরগঞ্জ নিউজ, ২৭ নভেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!