নিকলীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ির অর্থদণ্ড

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী পুরান বাজারে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ৩ ব্যবসায়িকে আর্থিক দণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ।

নিকলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক শরীফ আহম্মেদের নেতৃত্বে মঙ্গলবার সকালে নিকলী উপজেলা সদরের পুরান বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় রবীন্দ্র স্টোর নামে একটি মনোহারি দোকান, হাফ গেইট হোটেল ও কাজল রেস্টুরেন্ট নামে ৩টি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য অর্থদণ্ডে দণ্ডিত করে নগদে আদায় করেন।

যে সব দোকানে সরকারিভাবে স্বীকৃত পরিমাপকের বদলে পুরাতন পরিমাপক ব্যবহার করছিলো সে সব মাপযন্ত্র ভেঙ্গে দেন তিনি।

Similar Posts

error: Content is protected !!