আমাদের নিকলী ডেস্ক ।।
চুল পড়া, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া এমনকি খুশকি হওয়ার মতো অনেক সমস্যাতে আমরা প্রতিনিয়ত ভুগে থাকি। এসব সমস্যা সমাধানে নানা রকম কৃত্রিম প্রোডাক্টও ব্যবহার করি আমরা। কিন্তু জানেন কি? ঘরেই রয়েছে এমন একটা জিনিস যা দিয়ে খুব সহজেই দূর হতে পারে চুলের সমস্যা!
নুন এমন একটা জিনিস যা কিনা চুলের স্বাস্থ্য ফেরাতে দারুণ উপকারি। তা কীভাবে ব্যবহার করবেন নুন?
খুব সহজ, শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন কিছু পরিমাণ নুন। হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা পানিতে চুল ধুয়ে নিন। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, তারা এটা করলে উপকার পাবেন।
জলে কিছু পরিমাণ নুন গুলিয়ে নিন। এই পানি দিয়ে মাথা ভিজিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। খুশকি দূর হবে।
মাথা খুব ঘামছে? শ্যাম্পু-র মধ্যে ভালো করে নুন মিশিয়ে নিন। তারপর সেই শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। উপকার পাবেন।
চুল তেলতেলে? হাতে কিছু পরিমাণ নুন নিয়ে হাতে তালুতে হালকা ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। দেখবেন চুল ভালো হয়ে উঠবে।
সূত্র : উপকার পেতে শ্যাম্পুর সঙ্গে নুন [জাগোবাংলা, ২৭ নভেম্বর ২০১৭]