সংবাদদাতা ।।
বারহাট্টায় সংগঠিত এক খুনের আসামিকে গতকাল বুধবার সকালে নিকলী থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি জিয়াউল আমিন (৫০) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাসতলা গ্রামের মৃত জনাব আলীর ছেলে বলে জানা যায়।
থানা সূত্রে জানা যায়, গত ৪ জুন পাটেেত গরু চড়ানোকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার বারহাট্টার কাসতলা গ্রামে সম্পর্কে দুইভাই একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আ: কাদির (৬০) ও জিয়াউল আমিনের মধ্যে ঝগড়ায় আ: কাদির খুন হয়। এ ঘটনায় মৃতের ছেলে রিপন বাদী হয়ে ৫ জুন রাতে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ০১ (০৬) ১৫। মামলার আসামি জিয়াউল আমিন কিশোরগঞ্জের নিকলীতে পলাতক রয়েছে খবর পেয়ে নিকলী থানার এসআই আবুল কাশেম তাকে নিকলী হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করে। একই দিন জিয়াউল আমিনকে বারাহাট্টা থানার এসআই আ: রহমানের কাছে হস্তান্তর করেন।