সৌদি পুলিশের গুলিতে নিহতকে ভৈরবে দাফন


আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরবে পুলিশের গুলিতে নিহত ভৈরবের শাহ পরানের (৩২) লাশ বুধবার দুপুরে দেশে আনার পর বিকালে জানাজা শেষে স্থানীয় চন্ডিবের এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ৬ জুন সকালে তার ফুফাতো ভাই শামীম আহমেদকে নিয়ে সৌদির দাম্মাম শহর থেকে আলকাতিফ শহরে যাওয়ার পথে কারফিও এলাকায় ঢুকে পড়লে পুলিশ তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করলে দু’জনই ঘটনাস্থলে নিহত হন।

এসময় ভৈরবের মাহাবুব নামে একজন গুরুতর আহত হন। ঘটনার সময় আলকাতিফ শহরে শিয়া-সুন্নিদের সংঘর্ষের জেরে কারফিও চলছিল।

নিহত শাহ পরানের বাবার নাম নূরুল ইসলাম। তার বাড়ি ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামে।

সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ছয় মাস পর বুধবার ৬ ডিসেম্বর তার লাশ দেশে এসেছে।

তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন বলে তার পরিবার জানায়। বাড়িতে লাশ আসার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

সূত্র : সৌদি পুলিশের গুলিতে নিহত শাহ পরানকে ভৈরবে দাফন  [ঢাকা টাইমস, ৬ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!