ধর্ষকের গোপনাঙ্গ খেয়ে ফেলেছে কুকুর


আমাদের নিকলী ডেস্ক ।।

ঘুমন্ত শিশুদের ধর্ষণ করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক র‌্যান্ডল জেমস। সম্প্রতি প্রতিবেশীর বাড়ির দোতলার জানালা দিয়ে শোবার ঘরে প্রবেশ করেন তিনি। সেই ঘরে ঘুমন্ত তিন ও ছয় বছরের দু’জন শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করলে কুকুরটি জেমসের ওপর হামলা চালিয়ে তার যৌনাঙ্গ খেয়ে ফেলে।

জানা গেছে, জেমসের নেশা ঘুমন্ত শিশুদের ধর্ষণ করা। সে যখন ওই শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করছিল ঠিক সেই সময় ওই পরিবারের পোষা কুকুরটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে জেমসের যৌনাঙ্গ মুখের ভিতর পুরে নেয় কুকুরটি।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের স্যালাইন কান্ট্রিতে। গোলমাল শুনে শিশু দুটির বাবা-মা সেই ঘরে প্রবেশ করে দেখেন রক্তাক্ত অবস্থায় জেমস পড়ে আছেন।

তাৎক্ষণিকভাবে জেমসকে হাসপাতালে নিয়ে যান তারা। প্রাণে বাঁচানো সম্ভব হলেও অতিরিক্ত রক্তক্ষরণে শয্যাশায়ী রয়েছেন তিনি। স্যালাইন কান্ট্রির শেরিফের দফতর থেকে কুকুরটির প্রশংসা করা হয়েছে। কুকুরের মালিক হিসেবে পরিবারটিকে ‘সৌভাগ্যবান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

সূত্র : শিশু ধর্ষণকারীকে চরম শাস্তি দিল কুকুর  [জাগো নিউজ, ৬ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!