বাল্য বিয়েকে লাল কার্ড দেখালেন এডিসি


খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী সদরের পূর্বগ্রামে মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়ার বাড়িতে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকালে ব্র্যাক-এর সহযোগিতায় পল্লী সমাজের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে নারী নির্যাতন ও বাল্য বিয়ের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল।

জেলা ব্র্যাকের প্রতিনিধি বজলুর রশিদের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো সাঈদ, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ, মুক্তিযোদ্ধা আজিজুল হক কানু, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ, নারী নেত্রী ফেরদৌসী আক্তার রুনা বক্তব্য রাখেন।

বৈঠক শেষে তরফদার আক্তার জামিলের সাথে উপস্থিতিরা নারী নির্যাতন ও বাল্য বিয়ে বিরোধী লাল কার্ড প্রদর্শন করেন।

Similar Posts

error: Content is protected !!