খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে ক্ষুদে সাঁতারুদের নিয়ে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ৯ ডিসেম্বর উপজেলা হলরুমের সামনে।
নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদের সভাপতিত্বে ও কারার দিদারুল আলম তোফায়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো সাঈদ, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, সাবেক সাঁতারু ও নিকলী জিসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আ. রশিদ, নিকলী সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক আবুল হাসিম, ভাটি বাংলা সুইমিং ক্লাব প্রশিক্ষক আব্দুল জলিল বক্তব্য রাখেন।
ক্লাব দু’টির পক্ষ থেকে জাতীয় পর্যায়ে তাদের কৃতিত্ব ও অনুশীলনে প্রতিকুলতা তুলে ধরে প্রধান অতিথির কাছে নিকলীতে একটি সুইমিং পুল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
১৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ছেলেমেয়ে ৩০ জন ক্ষুদে সাঁতারু নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনি সভা শেষে সনদ প্রদান করেন প্রধান অতিথি। সবশেষে উপজেলা হলরুমের সামনের পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।