ব্র্যাকের উপজেলা অ্যাডভোকেসি ওয়ার্কশফ অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
গত সোমবার ব্র্যাক টিএইচপি পাটনারশীপ ফর এলজি প্রজেক্টের উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুশীল সমাজ অংশগ্রহণে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি ওয়ার্কশপ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম। উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের দতা বৃদ্ধি করা জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারি সেবাসমূহ প্রাপ্তিতে ভূমিকা রাখা জরুরি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার।

advocacy_17-06

নারী নেত্রী আফরোজা আক্তারের সঞ্চালনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন। সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, ছাতিরচর ইউপি চেয়ারম্যান হানিফ ইসলাম, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, ডাক্তার মিহির রঞ্জন পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কর সিদ্দিক শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গর প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কুমার কর, জেলা সমন্বয়কারী খায়রুল বাসার প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!