“মুক্তিযোদ্ধাদের সকল তথ্য ওয়েবসাইটে দেয়া আছে”

আমাদের নিকলী ডেস্ক ।।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের সকল তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) দেয়া আছে। এখন বিশ্বের যে কোন প্রান্ত থেকে একজন মুক্তিযোদ্ধা তার তথ্য দেখতে পারবেন। আর কষ্ট করে মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

১০ ডিসেম্বর রোববার বিকেলে ময়মনসিংহ জেলা মুক্তমঞ্চে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাসস

মোজাম্মেল হক বলেন, জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পরে তা উপজেলা ও ইউনিয়নভিত্তিক সংকলন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর হবে একই ডিজাইনের। যাতে একশ’ বছর পরেও মানুষ চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর।

ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ডা. এম আমান উল্লাহ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।

পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!