খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে গতকাল (১৫ ডিসেম্বর শুক্রবার) ভোর ৬টায় আগুন লেগে ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে সৃষ্ট আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা।
জানা যায়, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদার পুড্ডা বাজারের হরিদাসের মনোহারি দোকানে শুক্রবার ভোর ৬টায় বিদ্যুতের শর্ট সার্কিট ঘটে। এ সময় দোকানে কেউ ছিলো না।
শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিদ্যুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সূন্নত আলীর ওষুধের দোকান ও পরিতোষ পালের গার্মেন্ট সামগ্রির দোকানে। আগুনের লেলিহান দেখা দিলে বাজারটির নিকটবর্তী ইটখোলার শ্রমিক ও গ্রামবাসী এগিয়ে আসে। তাদের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৩টি দোকান মালামালসহ সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কটিয়াদী জোনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।