নিজস্ব প্রতিবেদক ।।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশের মতো নিকলীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে বাড়তে থাকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভিড়। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিকলীর পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো : সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বাংলার সূর্যসন্তানদের সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠান, কুচকাওয়াজ, শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াহ ইয়া খাঁন। প্রধান অতিথি ছিলেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম, নিকলী মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
দিবসটি উপলক্ষে অঙ্গ সংগঠনসহ উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনসহ উপজেলা বিএনপি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে বিজয় দিবসটি উদযাপনে নানান অনুষ্ঠানের আয়োজন করে।