খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
হাজী মিঞাচাঁন্দ কারার, মীর হোসেন কারার, আছির উদ্দিন কারার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে (১৭ ডিসেম্বর, রোববার) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়াম নিকলীতে উপজেলার ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক মো. আবদুল জব্বারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী প্রধান অতিথি, উপজেলা ৭ ইউনিয়ন চেয়ারম্যান বিশেষ অতিথি, উপজেলার প্রবীণ রাজনীতিক কারার গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ হিয়া খাঁন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান জানান, উপজেলার ১টি কলেজ, ৩টি মাদ্রাসা ও ৮টি বিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে কম সবল শিক্ষার্থীদের এটি ৪র্থ বর্ষ বৃত্তি প্রদান অনুষ্ঠান।