কিশোরগঞ্জ প্রতিনিধি ।।
করিমগঞ্জের জয়কা পাড়াকুল এলাকায় অটোরিকশার চাপায় ৭ বছরের এক মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
অটোরিকশাটি আটক করা হলেও পার্শ্ববর্তী সুলতান নগরের চালক আল আমিন পালিয়ে গেছেন।
এলাকাবাসী জানায়, জয়কা খোঁজারগাঁও গ্রামের মেরাজ উদ্দিনের মেয়ে পিয়া আক্তার তার মায়ের সাথে পার্শ্ববর্তী পাড়াকুল গ্রামে বেড়াতে গিয়েছিল। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শিশুটি একটি দোকানে যাবার সময় অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
বিক্ষুব্ধ এলাকাবাসী অটোরিকশাটি আটক করে প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখলে করিমগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।