বিনা টিকেটে রেল ভ্রমণ প্রতিরোধে পিওএস মেশিন স্থাপনের উদ্যোগ

আমাদের নিকলী ডেস্ক ।।

রেলওয়েতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং প্রবেশ ও বহিরাগমন গেটগুলোতে টিকেট চেকিংয়ের জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ কথা জানানো হয়।

কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরো জানানো হয়, এ লক্ষ্যে পিওএস মেশিন ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। বাসস

কমিটি সদস্য রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরি এবং ইয়াসিন আলী সভায় অংশগ্রহণ করেন।

সভায় রেলওয়ের ৭০টি লোকমোটিভ ক্রয়ের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের (প্রকৌশল, মেক্যানিক্যাল, ট্রাফিক ইত্যাদি) বিগত তিন বছরের ক্রয় পরিকল্পনা ও প্রকৃত ক্রয়ের উপর প্রতিবেদন উপস্থাপন, চট্টগ্রামে নতুন কন্টেইনার ইয়ার্ড এবং ঢাকার আইসিডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, ১০০টি স্টেশনের আধুনিকায়নসহ যাত্রীদের প্রবেশ ও বহিরাগমন নিয়ন্ত্রণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যাত্রীরা পাঞ্চিং মেশিনের মাধ্যমে স্টেশনে প্রবেশ ও বের হতে পারবেন।

সভায় রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীসেবার বাইরে অন্য কোনো কাজে মাইকিং যেন না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় মন্ত্রণালয় ট্রেনের দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষার জন্য যে দুই শিশু সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে পুরস্কৃত করার বিষয়ে কমিটিকে অবহিত করে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!