নিজস্ব প্রতিবেদক ।।
সিংপুর ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ রুহুল আমিন স্মরণে আয়োজিত “রুহুল আমিন স্মৃতি ক্রিকেট” টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)। ভাটিবরাটিয়া বড়বাড়ী খেলার মাঠের ফাইনালে লড়বে সিংপুর ও কারপাশা দল।
সিংপুর ইউপির প্রবীণ রাজনীতিবিদ ও নিকলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন স্মরণে ভাটিবরাটিয়া বড়বাড়ী খেলার মাঠে ১২ ডিসেম্বর শুরু হয় “রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭”। এতে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো : ভাটিবরাটিয়া, ধীরুয়াইল, সিংপুর, কারপাশা, টেংগুরিয়া, আলিয়াপাড়া, সিংপুর বাজার ও কাঠালকান্দী।
প্রথম পর্বের খেলা শেষে ভাটিবরাটিয়া, সিংপুর, কারপাশা ও টেংগুরিয়া দলগুলো সেরা চারে উঠে আসে। সেমিফাইনালে ভাটিবরাটিয়া-সিংপুর, কারপাশা-টেংগুরিয়ার জমজমাট লড়াইয়ে জয়লাভ করে সিংপুর ও কারপাশা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বড়বাড়ী একতা সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় (২১ ডিসেম্বর) ভাটিবরাটিয়া বড়বাড়ী খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি থাকবেন সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ১৪ ইঞ্চি টেলিভিশন ও রানার আপ দলকে একটি আকর্ষণীয় মোবাইল ফোন পুরস্কার দেয়া হবে।
টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম ও রুহুল আমিন সাহেবের ভাতিজা আকরাম হোসেন বলেন, “আমিন সাহেব আমাদের গর্ব। এলাকার বাইরে আমাদের প্রথম পরিচয় হয় উনার মাধ্যমে। তাঁর স্মরণে এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করে আসছি। এরই মধ্যে এই খেলা অনুষ্ঠানের বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবাইকে ফাইনালে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করতে আমন্ত্রণ জানাচ্ছি। ভবিষ্যতে আরো বড় আকারে করার চিন্তা-ভাবনা রয়েছে। সবার কাছে কাকার আত্মার শান্তিতে দোয়া চাই।”
এর আগে ১২ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করেন মরহুম রুহুল আমিনের ছেলে এমদাদুল হক এমা। তিনি বলেন, এই টুর্নামেন্টে কোনো ধরনের দল অন্তর্ভুক্তি ফি প্রদান করতে হয় না। আমাদের এ প্রয়াস চলমান রাখার চেষ্টা থাকবে। সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।