বাংলাদেশ পুলিশে ১০০০০ কনস্টেবল নেয়া হবে

আমাদের নিকলী ডেস্ক ।।

জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রতে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই পদে ১০০০০ উপযুক্ত সদস্য নেয়া হবে। যাদের মধ্যে ৮৫০০ পুরুষ এবং ১৫০০ নারী সদস্য থাকবে।

আগ্রহী প্রার্থীদেরকে নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা থেকে ২০২ জন কনস্টেবল নেয়া হবে। যার মধ্যে ১৭২ জন পুরুষ ও ৩০ জন নারী সদস্য। আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেয়া হবে ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে (সকাল ৯টা), লিখিত পরীক্ষা ২০ জানুয়ারি (বিকাল ৩টা)। লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা হবে ২৪ জানুয়ারি (সকাল ১০টা), মৌখিক পরীক্ষার ফলাফল জানানো হবে ২৫ জানুয়ারি (বিকাল ৫টা)।

প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইনস-এ প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে

 

সূত্র : বাংলাদেশ পুলিশে ১০০০০ কনস্টবল নিয়োগ বিজ্ঞপ্তি  [ডিএমপি নিউজ, ২১ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!