ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র : এক বাংলাদেশির বিচার শুরু


আমাদের নিকলী ডেস্ক ।।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানের বিচার শুরু হবে আগামী বছরের জুনে। বুধবার এ আদেশ দিয়েছে ব্রিটেনের একটি আদালত।

নভেম্বর মাসের ২৮ তারিখে টেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি অন্য একটি সন্ত্রাসী পরিকল্পনায় ২১ বছর বয়সি আকিব ইমরানকে সহযোগিতা করছিলেন। তিনি ইমরানকে একটি ভিডিও পাঠিয়েছিলেন, যেটাতে তথাকথিত ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর নির্দেশ ছিল। ইমরানের বিরুদ্ধেও সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

বুধবার লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে ভিডিও লিংকের মাধ্যমে বেলমার্শ কারাগার থেকে যুক্ত করা হয় নাইমুর এবং ইমরানকে। সেখানে বিচারক বলেন, এই অভিযোগের উপর শুনানি আগামী ১৮ জুন শুরু হবে। ততদিন পর্যন্ত দু’জনকে কারাগারে থাকতে হবে। অন্যদিকে, অন্য একটি মামলায় আইএস-এর সমর্থক হাসনাইন রশিদকে প্রিন্স জর্জের স্কুলের যাবতীয় তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার অভিযোগের উপর শুনানি শুরু হবে আগামী বছরের ৩০শে এপ্রিল।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে নাইমুর জাকারিয়া রহমান নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন। নাইমুর জাকারিয়া উত্তর লন্ডনের বাসিন্দা। তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়েন। এসময় ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী টেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তিনি। এছাড়া পিঠের ব্যাগের ভেতরেও বোমা ছিল, যার বিস্ফোরণ ঘটিয়ে অনেক মানুষ হত্যার পরিকল্পনা ছিল।

সূত্র : ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র : এক বাংলাদেশির বিচার শুরু  [ডয়চে ভেলে, ২১ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!