আমাদের নিকলী ডেস্ক ।।
গত পাঁচ সপ্তাহে সৌদি আরবের বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে দুই লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (২২ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার প্রবাসী ফেরতের অপেক্ষায় রয়েছে। গত ১৫ নভেম্বর থেকে ওই অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজার ৯৯৭ জনকে গ্রেফতার করা হয় বাসিন্দা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে।
এছাড়া ৮৩ হাজার একশ ৫১ জনকে গ্রেফতার করা হয় শ্রম আইন লঙ্ঘনের দায়ে এবং সীমান্ত সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে আরও ৩২ হাজার ৯৩৮ জনকে গ্রেফতার করা হয়।
তিন হাজার ১৫৬ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়। তাদের মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক।
এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরে পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার ৩২৬ জনকে দেশে ফেরত পাঠানো হবে।
বর্তমানে বিমানের টিকিটের জন্য অপেক্ষা করছে তারা। সৌদি গেজেট
সূত্র : সৌদি আরবে আড়াই লাখ প্রবাসী গ্রেফতার [যুগান্তর, ২৩ ডিসেম্বর ২০১৭]