কটিয়াদীতে পরিবারকল্যাণ ও প্রচার সপ্তাহের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে “পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এক অ্যাডভোকেসি সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তপন কুমার দত্ত।

স্বাগত বক্তব্য এবং সেবা সপ্তাহের গৃহিত কর্মসূচী উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী, পরিবার কল্যাণ সহকারী আয়শা খন্দকার, স্বপন ঘোষ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!