নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শান্তিপুর গ্রামের (আলগাবাড়ির) মৃত কাছুম আলীর ছেলে জমশেদ আলী (৫৫) নামে একজন মাটিকাটা শ্রমিক মাটি কাটতে গিয়ে চট্টগ্রামে নিহত হয়েছেন।
জানা যায়, নিজ এলাকায় কাজের সংকুলান না হওয়ায় কারপাশা ইউনিয়নের জমশেদ আলী বেশ কিছুদিন যাবত পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। সেখানে তিনি মাটিকাটা শ্রমিকের কাজ করছিলেন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের বাংলাবাজার নামক স্থানে বেলা ১১টার দিকে কাজে গিয়ে মাটিচাপা পড়ে মারা যান।
তিনি বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় মাটিকাটার কাজ করতেন। মাটিকাটার সময় উক্ত স্থানের মাটি ধ্বসে পড়লে তিনি ভেকু মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রাম থেকে লাশের সাথে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ময়নাতদন্তের পর সন্ধ্যার দিকে মৃতের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। ধারণা করা হচ্ছে তাঁর লাশ নিয়ে রাতেই গ্রামের বাড়ি পৌঁছবে লাশ বহনকারী গাড়ি। জানাজা শেষে তার লাশ শান্তিপুর পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে।
মরহুমের রুহের শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকাস্থ ডিভাইন ডিফেন্স কোচিংয়ের পরিচালক রুহুল ভূইয়া জনি।