নিকলী-বাজিতপুরে বিএনপি নেতা রাজনের কম্বল বিতরণ


বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: শফিকুল আলম রাজন ব্যক্তিগত উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন।

আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বাজিতপুর উপজেলার কৈলাগ, দিলালপুর, গাজীরচরসহ কয়েকটি ইউনিয়নে এক হাজার কম্বল বিতরণ করেন তিনি।

এর আগে শনিবার বিকেলে নিকলী উপজেলার সদর, সিংপুর, ছাতিরচসহ কয়েকটি ইউনিয়নে তার উদ্যোগে এক হাজার কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো: তারিকুজ্জামান পার্নেল, ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম, নিকলী উপজেলা ছাত্রদলের সভাপতি মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কায়সার মাহমুদ রিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি কৌশিক আহমেদ সৌরভ প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!