কটিয়াদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি, কটিয়াদী ।।

সারাদেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতেও উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) এড. সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া, সহকারী উপ পরিচালক (এডিসিসি) ডাঃ রওশন জাহান আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তপন কুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

“পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী ২০১৮ পর্যন্ত দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করবে পরিবার পরিকল্পনা বিভাগ।

এছাড়া পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, মেডিকেল অফিসার, উপ-সহকারী মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শীকা, স্বাস্থ্য পরিদর্শক সহ সকল কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!