প্রতিষ্ঠাবার্ষিকীতে নিকলী ছাত্রদলের ঐক্যের ডাক


খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সোমবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

দলটির নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিনের সঞ্চালনায় ও সভাপতি খাইরুল ইসলাম খাইরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রনি, তারেক, রাসেল, আরিফ, শরীফ, খোকন, জাসাস নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা আবদুল মান্নান, বিএনপি নেতা নজরুল ইসলাম মেম্বার, মাছুম আলী প্রমুখ।

বক্তারা আওয়ামী শাসনামলে বিএনপি সমর্থকদের ওপর হামলা, মামলা, গুম ও খুনের নিন্দা এবং প্রতিবাদ জানান। দলীয় কোন্দলে লিপ্ত উপজেলা বিএনপি নেতাদের উদ্দেশ্যে ছাত্রদলের মতো দলীয় স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

Similar Posts

error: Content is protected !!