নিকলীতে পাগলা শিয়ালের কামড়ে ১৫ জন আহত

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলার জারুইতলায় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটি পাগলা শিয়ালের কামড়ে গবাদি পশু ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন : তানভির মিয়া (৯), মনোয়ারা বেগম (৬৫), দুলেনা (৩৫), কাশেম মিয়া (৪৮), হিরা মিয়া (১২), জলুরা বেগম (৪৫), রইছ উদ্দিন (৪০), উসমত আলী (৫০), সমিনা খাতুন (৫৫), সোহাগ মিয়া (২৫), আদিস আলী (৫৫), রুবেল মিয়া (২৫), লাইজু বেগম (২৫), আবুনা আক্তার (৫০) ও রবিদাস (৩০)।

তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

জারইতলা গ্রামের নোমান ডাক্তার জানান, একটি শেয়ালই সবাইকে কামড়েছে। বুধবার (৩ জানুয়ারি) ভোরে এলাকাবাসী পাগলা শিয়ালটি মারতে সক্ষম হয়েছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জরুরি বিভাগের রেজিস্ট্রার মূলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Similar Posts

error: Content is protected !!