খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী গোবিন্দপুর চন্দ্রনাথ গোস্বামীর আখড়া থেকে গত বুধবার (৩ জানুয়ারি) রাতে দেব দেবীর ৭টি পিতলের মূর্তি ও নগদ টাকা চুরি হয়েছে।
আখড়া ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিকলী উপজেলার প্রায় ৫শ’ বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ গোস্বামীর আখড়াটিতে বুধবার রাতের কোনো এক সময় একদল সংঘবদ্ধ চোর মন্দিরের তালা ভেঙ্গে প্রবেশ করে। চোরচক্র বিভিন্ন সময়ে আখড়াটিতে ভক্তদের মানতকৃত ৩টি গোপাল, ২টি রাধাকৃষ্ণ, ২টি গৌর নিতাই মূর্তিসহ নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়।
আখড়া পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক পলাশ সূত্রধর জানান, চুরি যাওয়া মূর্তিগুলি পিতলের তৈরি। ওজন প্রায় ২০ কেজি। তিনি আরো বলেন, আখড়াটি সোয়াইজনী নদীর পাড়ে অত্যন্ত দৃষ্টিনন্দন ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ববাহী। বিরল মার্বেল পাথরের মেঝে, কাঠ খোদাই সীতার বস্ত্রহরণসহ নানা রকম শিল্পকর্মের নিদর্শন সমৃদ্ধ।
এখানে দিবারাত্র বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের অবাধ যাতায়াত রয়েছে। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত চন্দ্রাবতীর কথা নামের চলচ্চিত্রের শ্যুটিংও এ আখড়াটিতে হয়েছে।