টানা ১৮ ঘণ্টা রোগীর সেবা দিয়ে ডাক্তারের করুণ মৃত্যু


আমাদের নিকলী ডেস্ক ।।

১৮ ঘণ্টার টানা সেবা দিতে গিয়ে চীনে ৪৩ বছর বয়সী এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শানসি প্রদেশে একটি হাসপাতালে ডা. ঝাও বাইংজিয়াংগ জরুরি সেবা দিচ্ছিলেন। টানা সেবা দিতে গিয়ে হঠাৎই ২৯ ডিসেম্বর দুপুরের দিকে তিনি রোগীর ওয়ার্ডেই পড়ে যান।

স্থানীয় সংবাদ মাধ্যমের মতে, গত ৩০ ডিসেম্বর সকালে তার সহকর্মীরা তাকে বাঁচাতে ব্যর্থ হন এবং ডাঃ ঝাও মৃত্যুবরণ করেন। ঝাও মারা গেছেন অস্বাভাবিক ধরনের স্ট্রোক থেকে। উপার্চিনয়েড হ্যামোরেজ, একটি অস্বাভাবিক ধরনের স্ট্রোক যা মস্তিষ্কে পৃষ্ঠের রক্তপাতের কারণে ঘটে, এনএইচএস অনুযায়ী।

ডা. ঝাও শানসির একটি শহরের জিনঝংর ইয়ুসি জেলা হাসপাতালের একটি বিভাগে কাজ করতেন।

ডাঃ ঝাওয়ের একজন সহকর্মী সংবাদপত্রকে জানান, ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে কাজ করা শুরু করেন এবং মধ্যরাতের মাঝামাঝি সময়ে বাহিরের রোগীদের দেখতে যান। সহকর্মী আরো বলেন, ‘শীতকালে, পেডিয়াট্রিকের বিভাগ এবং শ্বাসের রোগী সবচেয়ে বেশি থাকে।

রাষ্ট্রসংঘের সিনহুয়া নিউজ এজেন্সির মতে, প্রায় ৬০০০,০০০ চীনা শ্রমিক প্রতিবছর ‘ক্লান্তি’ থেকে মারা যায়। সূত্র : ডেইলি মেইল

সূত্র : টানা ১৮ ঘণ্টা রোগীর সেবা দিতে গিয়ে ডাক্তারের করুণ মৃত্যু  [সময় নিউজ, ৪ জানুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!