সংবাদদাতা ।।
গচিহাটায় সড়ক দুর্ঘটনায় নিকলী উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মো: আদম আলী (৫৫) মারা গেছেন। তার বাড়ি সদর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মেয়ের দিকের নাতনী তিন্নীকে চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে যান। চিকিৎসা শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে গচিহাটায় বিপরীত দিক থেকে একটি ব্যাটারীচালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে আদম আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার আদম আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।