আমাদের নিকলী ডেস্ক ।।
এলকোহল পানের কারণে মানুষের শরীরের স্টেম সেলের ডিএনএ (ডাইঅক্সিরাইবনিউলিক এসিড) বিনষ্ট হয়ে ক্যান্সার হতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
ব্রিটিশ বিজ্ঞানী ইঁদুরের উপর গবেষণা করে দেখতে পান যে, এলকোহল পান করার ফলে শরীরে এক ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়। বিষের কণা শরীরের রক্তের স্টেম সেলের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং তা ধ্বংস করে দিতে পারে। বাসস
‘জার্নাল ন্যাচার’-এ প্রকাশিত এ গবেষণায় দেখা যায় যে, দশ দিন ধরে একনাগাড়ে পাতলা এলকোহল একটি ইঁদুরকে খাবারের পর সে আর নতুন করে শরীরের মাঝে নতুন রক্ত সঞ্চালন করতে পারে না। এর ফলে দেখা যায় শরীরের ডিএনএ আর সক্রিয়ভাবে কাজ করতে পারছে না।
যখন রক্তের ক্ষুদ্র কনিকাগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে না তখন ক্যান্সারের আকারে তা মুখ, ঠোঁট, স্তন ও খাদ্যনালীতে ছড়িয়ে পরে। শরীরের দুইস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ক্ষেত্র এই ক্ষতি রোধ করতে সক্ষম।
প্রথম প্রতিরক্ষা স্তর হলো এলিজাহেড নামক এনজাইম ডিহাইড্রোজেনেজ ২ (এএলডিএইচ-২), যে নাকি শরীরের রক্তের ক্ষুদ্র কনিকার ক্ষতি রোধ করে এবং দ্বিতীয় হলো ডিএনএ’র ক্ষতি রোধ করে।
গবেষণায় দেখা যায়, এলডিএইচ-২ এর অভাবে একটি ইঁদুর অন্যের চেয়ে ৪ বার শারিরিকভাবে ক্ষতির সম্মুখীন হয়।
বিশ্বের জনসংখ্যার ৮ ভাগ, যাদের অধিকাংশ পূর্ব এশিয়ার দেশগুলোর বাসিন্দা তারা এএলডিএইচ-২ এর ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করে থাকে।
গবেষণা দলের দলনেতা কিতান পাতেল বলেন, “শুধুমাত্র এলকোহেলের বিষক্রিয়ায় ডিএনএ ক্ষতিগ্রস্ত ও তাতে ক্যান্সার হতে পারে এটা নির্ণয়ের জন্য গবেষণা করিনি।”