বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ১২ জানুয়ারি শুরু

আমাদের নিকলী ডেস্ক ।।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম ধাপ আগামী ১২ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে।

ইজতেমার মুরুব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন মঙ্গলবার (২ জানুয়ারি) বলেন, বিশ্ব ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মাঠের অল্প কিছু অংশের কাজ এখনও বাকি আছে। শেষ মুহূর্তে মাঠ প্রস্তুতির সার্বিক কাজ বেশ জোরেশোরে চলছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে মাঠের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাসস

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এরপর একটানা চারদিন বিরতির পর একই স্থানে দ্বিতীয় ধাপের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ২১ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। এটি ৫২তম বিশ্ব ইজতেমা আসর।

Similar Posts

error: Content is protected !!