ব্রিজ ভেঙ্গে দিঘিরপাড়-অষ্টগ্রাম সড়কে যাতায়াতে ভোগান্তি

ছবি : কারার ইমরান মাহাদী নিয়ন

কারার ইমরান মাহাদী, নিজস্ব প্রতিনিধি ।।

বাজিতপুর (দিঘিরপাড়) থেকে নদী পার হয়ে অষ্টগ্রামে যোগাযোগের সহজিকরণে ডুবো রাস্তা (ছয়মাসি, বর্ষায় পানিতে তলিয়ে যাওয়া) করা হয়েছে। এতে অষ্টগ্রামসহ আশপাশের এলাকাগুলোর জনসাধারণের চলাচলে কষ্ট অনেক লাঘব হয়।

বেশ কিছুদিন যাবত এই রাস্তার সবুরে ভাঙ্গা খালের ওপর নির্মিত ব্রিজ ভেঙ্গে পড়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। এই সুযোগে মোঃ আব্বাস আলী নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে বাঁশ দিয়ে তৈরি করেছেন সাময়িক পারাপারের একটি সেতু। এর ওপর দিয়ে পায়ে হাঁটা মানুষ, সাইকেল ও মোটরসাইকেল চলাচলের উপযোগী (ঝুঁকিপূর্ণ)। পারাপারে নেয়া হচ্ছে নির্দিষ্ট পরিমাণে টোল।

ছবি : কারার ইমরান মাহাদী নিয়ন

পায়ে হাঁটা মানুষ জনপ্রতি গুনতে হচ্ছে ৫ টাকা, বাইসাইকেল ১০ টাকা ও মোটরসাইকেলের জন্য ১৫ টাকা। এই রুট ব্যবহারকারী বেশ কয়েকজনের সাথে কথা হয়। তারা জানান, এটি যেহেতু সিজনাল রাস্তা; এটি মেরামতের সুযোগও রয়েছে। সরকারি রাস্তায় মেরামত বা বিকল্প রাস্তা তৈরি করার দায়িত্বও সরকারেরই। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা টোল দিবো কেন!

অতিপ্রয়োজনীয় এই রাস্তা মেরামত অথবা বিকল্প রাস্তা তৈরির মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী জনসাধারণ।

Similar Posts

error: Content is protected !!