শিল্পপতি হাজী মাসুক মিয়ার যাকাতের কাপড় বিতরণ

সংবাদদাতা ।।
নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রসুলপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী মাসুক মিয়া ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৭টি ও বাজিতপুর উপজেলার ১টি ইউনিয়নে অসহায় দুঃস্থদের যাকাতের ৩ হাজার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন। কারপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার, দামপাড়া ইউনিয়নের আব্দুল মজিদ, নিকলী ইউনিয়নের এরশাদ আমিন, হিলচিয়া ইউনিয়নের ফারুক সরকার, জারইতলা ইউনিয়নের নুরুল আইন রিপন ও আবু তাহের এই প্রতিনিধিকে জানান ব্যবসায়ী ও শিল্পপতি হাজী মাসুক মিয়ার যাকাতের শাড়ী ও লুঙ্গি এলাকার দুঃস্থ মানুষের মাঝে শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!