মহাস্থানে চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মহাস্থান প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে রংপুর-বগুড়া মহাসড়কে চাকায় পিষ্ট হয়ে ফাতেমা (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ মহাস্থান নামাপাড়া গ্রামের আহম্মেদ শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে গৃহবধূ ফাতেমা ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ্ সুলতানের মাযার মসজিদে নামাজ পড়তে যান। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান ত্রীমুখী উপজেলা গেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত নামা যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয় মহাস্থান প্রতিনিধিকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন।

Similar Posts

error: Content is protected !!