বসতে শুরু করেছে ষাইটধারের কালিবাড়ি মেলা


কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

ধীরে ধীরে দোকানিরা আসতে শুরু করেছে। এই মেলাটি নিকলীতে “বড় মেলা” হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। নিকলী সদরের ষাইটধার কালিবাড়ির ঘাটে সপ্তাহব্যাপী এই মেলাটি চলে।

পৌষসংক্রান্তি উপলক্ষে সোয়াইজনী নদীর পাড়ে ষাইটধার বটতলায় ঐতিহ্যবাহী এ মেলা প্রায় ২০০ বছর আগে থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা আয়োজন করে আসছে।

আনন্দ-উৎসবের এই আয়োজনটি চলবে সপ্তাহব্যাপী। নিকলীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মেলায় দোকানী ও ক্রেতারা আসছেন। আগামীকাল (১৪ জানুয়ারি) থেকে দোকানিরা বাহারি রকমের পসরা সাজিয়ে বসবেন।

Similar Posts

error: Content is protected !!