নিকলীতে বাল্কহেড ডুবির ৯৬ ঘণ্টা পর আরো ১ লাশ উদ্ধার

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলার ধনু নদীতে পাথর বোঝাই বাল্কহেড ডুবে যাওয়ার ৯৬ ঘণ্টা পর সোমবার সকালে মইন উদ্দিন (৬০) নামে আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে মহসিন (২৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। দুই শ্রমিকের বাড়িই বরিশালের বরগুনা জেলার তালতলী থানার নিদ্রাসম গ্রামে।

স্থানীয় ও বেঁচে যাওয়া শ্রমিক মহসিন সূত্রে জানা যায়, সিলেটের ছাতক থেকে পাথর বোঝাই বাল্কহেডটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে বুধবার সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুর বাজারের কাছে নোঙ্গর করে। বৃহস্পতিবার ভোরে বাল্কহেডের সুকানি মহসিন (৩৫) ঘুম থেকে জেগে ভিতরে অতিরিক্ত পানি দেখতে পান।

ঘুমন্ত অপরাপর সঙ্গি দুলাল মিয়ার ছেলে ইঞ্জিন ড্রাইভার আল আমিন (২৮), হারুন আকন্দের পুত্র মহসিন (২৮), মইন উদ্দিনকে (৬০) ডেকে প্রস্রাব করতে যান। হঠাৎ বাল্কহেডটি ডুবে যায়। সাঁতরে মহসিন তীরে উঠতে পারলেও ঘুমন্ত শ্রমিকরা বাল্কহেডের সাথে তলিয়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলীর ঐকান্তিক চেষ্টায় ডুবে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার দুপুরে মহসিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ অপর ২ জনের লাশ না পেয়েই উদ্ধার তৎপরতা স্থগিত ঘোষণা করা হয়। (সোমবার) সকালে স্থানীয়রা বাল্কহেডটি ডুবার ৩শ’ গজ দূরে একটি লাশ ভাসতে দেখে নিকলী থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে লাশ পাওয়ার পর নৌ পুলিশ পুনঃতৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াহহিয়া খাঁন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Similar Posts

error: Content is protected !!