আমাদের নিকলী ডেস্ক ।।
বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর।
গুণী এই কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী আকরামুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে শাম্মী আক্তার ক্যান্সারে ভুগছিল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শাম্মী।
কখন, কোথায় জনপ্রিয় এই শিল্পীর জানাজা ও দাফন সম্পন্ন হবে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি আকরামুল ইসলাম।
গত বছরের অক্টোবর মাসে অসুস্থ শাম্মী আকতারের চিকিৎসায় সহায়তা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা দেয়া হয়েছিল।
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। সংগীত জীবনে অসংখ্য পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
সূত্র : কণ্ঠশিল্পী শাম্মী আক্তার মারা গেছেন [চ্যানেল আই, ১৬ জানুয়ারি ২০১৮]